\u003cb style\u003d\"text-align: justify;\"\u003e একজন মুরিদের\nস্বপ্ন হজ্জ করার\u003c/b\u003e মরহুম হাজী চুনুরুদ্দিন মিয়াঁ , তমলুক , মেদনীপুর ১৯৪৫ইং তে তিনি নিজের জীবনী নিজেই বর্ণনা করেছেন , তখন তাঁর বয়স সম্ভবত ১০০ বছর ছিল। হাজী চুনুরুদ্দিন সাহেব তিনি বলেন , অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে , আমি কোন পীরের কাছে মুরিদ হবো।\nকিন্তু কোথায় যাব , কাহার কাছে গিয়ে\nমুরিদ হবো ? আমি ঠিক করতে\nপারছিলেন না। নির্জন রাত্রে মাঠের মধ্যে\nচিন্তা মুক্ত হওয়ার জন্য নামাজ শেষে আল্লাহ্\u200cর কাছে দোয়া করতে লাগলাম। এই ভাবে\nঅনেক দিন আমল করতে থাকলাম। একদিন আমি\nঘুমের মধ্যে স্বাপ্নে দেখলাম হজরত ফারুক(রাঃ) এবং হজরত আলী…
Read more »