হাক্কানী ওজিফা
সূরা ফাতিহা
1 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
2. الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
3. الرَّحْمَٰنِ الرَّحِيمِ
4. مَالِكِ يَوْمِ الدِّينِ
5. إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
6. اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
7. صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
বিসমিল্লাহির রহমানির রহিম
আলহামদুলিল্লাহি রব্বিল আলামীন। আর রহমানির রহিম।
মালিকি ইয়াওমিদ্দিন। ইয়্যাকা না-বুদু অইয়্যাকা নাস্তাইন। ইহদিনাস সিরত্বল
মুস্তাকীম। সিরাতল্লাজিনা আন আমতা আলাইহিম। গইরিল মাগদুবি আলাইহিম অলাদ-দল্লিন।
আমীন
সূরা এখলাস
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
1. قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
2. اللَّهُ الصَّمَدُ
3. لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
4. وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ
বিসমিল্লাহির রহমানির রহিম
কুলহু অল্লাহু আহাদ। আল্ল-হুস সমাদ। লাম ইয়ালিদ।
অলাম ইউলাদ। অলাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ।
সূরা ফালাক
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
1. قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ
2. مِنْ شَرِّ مَا خَلَقَ
3. وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
4. وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ
5. وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
বিসমিল্লাহির রহমানির রহিম
কুল আয়ুজু বিরব্বিল ফালাক। মিন
সাররিমা খলাক। অমিন সাররি গসিকিন ইযা অক্বাব। অমিন সাররিন নাফফা সা তিফিল
উকাদ। অমিন সাররি হাসিদিন ইযা হাসাদ।
সূরা নাস
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
1. قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ
2. مَلِكِ النَّاسِ
3. إِلَٰهِ النَّاسِ
4. مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ
5. الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ
6. مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
বিসমিল্লাহির রহমানির রহিম
কুল আয়ুজু বিরব্বিন নাস। মালিকিন নাস। ইলাহিন নাস।
মিন সাররিল ওস ওয়াসিল খন্নাস। আল্লাজি ইউ অসুবিসু ফি সুদুরিন নাস। মিনাল জিন্নাতি
অন নাস।
হাক্কানী দরুদ শরীফ
আল্লাহুম্মা সাল্লি অ সল্লিম, অ বারিক আলা
আব্দিকা রসুলিল কারীম, রাহমাতাল্লিম আলামিন সাফিয়িল মুজনিবিন, সাইয়িদিনা অ
মাওলানা অ নবিয়িনা মহাম্মাদিই, ওয়ালা আলিহি আহলে বাইতিহি আওলাদিহি অযুর রিয়া তিহি অ-য়াজ অজিহি অ-য়াসহাবিহি
অ-য়াওলাদিহি অ-উম্মাতিহি আজমাইন, কামা সল্লাইতা অ সল্লিমতা অ বারাকতা অ রহিমতা আলা
সাইয়িদিনা ইব্রাহিমা, ওলা আলে সাইয়িদিনা ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ।
অতঃপর হাত তুলে দোওয়া করুন-
“ইলাহি রহমত
জিয়াদা কর কিয়ামত তক্ তামাম আলমের উপর”। ইলাহি রহমত জিয়াদা কর কিয়ামত তক্ হজরত মাওলানা সূফী
মুফতী আজানগাছী (রহঃ)এর উপর। ইলাহি রহমত জিয়াদা কর কিয়ামত তক্ পাঁচ মুর্শিদের উপর।
ইলাহি রহমত জিয়াদা কর কিয়ামত তক্ কুল আলে ফারুকীর উপর। ইলাহি রহমত জিয়াদা কর
কিয়ামত তক্ আস্তনা আজানগাছী ফারুকি মঞ্জিলের উপর। ইলাহি রহমত জিয়াদা কর কিয়ামত তক্
আমার উপর। ইলাহি রহমত জিয়াদা কর কিয়ামত তক্ যারা এই ওজিফা পড়েছেন, পড়ছেন ও কিয়ামত
পর্যন্ত পড়িবেন তাদের উপর। আমীন শেষে
একবার হাক্কানী দরুদ শরীফ পড়বেন।(এর সাথে অন্য অন্য দোওয়া সংযুক্ত করে পড়তে
পারেন)।
নোট- মোনাজাতে যখন “ইলাহি রহমত জিয়াদা কর আমার উপর” বলিবেন তখন
নিজের চেহারার দিকে লক্ষ করিবেন। যদি না মনে থাকে অন্য কোন সময় আয়নার দিকে লক্ষ
করিবেন। যখন আয়না দেখবেন দরুদ শরীফ অব্যশই পড়িবেন। নিজের চেহারা দেখার একমাত্র সহজ
পন্থা, এইভাবে নিজের নাক, চোখ ও চেহারার ছবি মনে গেথে নিন। এইভবে নিজের নফসকে
চেনার চেষ্টা করুন। কেননা-
مَنْ عَرَفَ نَفْسَهٗ فَقَدْ عَرَفَ رَبَّهٗ
উচ্চারন-মান আরাফা নাফসাহু ফাকদ আরাফা রব্বাহু।
অর্থ- যে তাঁর নফসকে চিনল সে তাঁর রবকে চিনল। এইভাবে
সৃষ্টিকর্তার রহস্য ভেদ করতে পারবেন। নিজের উপর রহমত চাইলে মারেফতের অনেক গুপ্ত
ভেদ প্রকাশ পায়। সেজন্য যদি কোন রুপ স্বপ্ন দেখেন কাওকে বলিবেন না। ঘুম থেকে উঠে
দুই রাকাত নফল নামাজ পড়ে উক্ত ওজিফা পড়ে আল্লহর কাছে দোয়া করবেন।“ইয়া আল্লাহ্ আমি
যে স্বপ্ন দেখেছি তাহা মোবারক করুন এবং তাহার নেক ফল প্রদান করুন” আমীন।
নোট- ওজুর নিয়েত
আরবিঃ
ـنَوَيْتُ اَنْ اَتَوَضَّنَا لِرَفَعِ الْحَدَثِ وَاِسْتِبِا حَةِ الصَّلٰوْةِ تَقَرُّبًا اِلَيْ اللّٰهِ تَعَالٰي
উচ্চারন- নাওয়াইতু আন ওতাওজ্জা লিরাফিল হাদাছি ওয়া
ইস্তে বাতিস সলাতি তাকাররোবান ইলাল্লাহি তায়ালা।
বাংলাঃ নাপাকি দূর করার জন্য, নামাজ পড়ার জন্য, আল্লাহকে পাওয়ার
জন্য আল্লহর ওয়াস্তে ওজুর নিয়েত করলাম। বলে-
عُوْذُ بِاللّٰهِ مِنَ الشَّيْطٰانِ الرَّجِيْمِاَ
بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
আয়ুজু বিল্লাহি মিনাশ শাইতনির
রাজীম
বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ে ওজু শুরু
করুন।
তায়াম্মুমের নিয়েত
আরবিঃ
ـنَوَيْتُ اَنْ اَتَيَمَّمَ لِرَفَعِ الْحَدَثِ وَاِسْتِبِا حَةِ الصَّلٰوْةِ تَقَرُّبًا اِلَيْ اللّٰهِ تَعَالٰي
উচ্চারন- নাওয়াতু আন আতায়াম্মা লিরাফিল হাদাছি ওয়া
ইস্তে বাতিস সলাতি তাকাররোবান ইলাল্লাহি তায়ালা।
বাংলা- আমি নাপাকি দূর করার জন্য, নামাজ পড়ার জন্য, আল্লাহকে পাওয়ার
জন্য আল্লহর ওয়াস্তে তায়াম্মুমের নিয়েত করলাম। বলে-
عُوْذُ بِاللّٰهِ مِنَ الشَّيْطٰانِ الرَّجِيْمِاَ
بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
আয়ুজু বিল্লাহি মিনাশ শাইতনির
রাজীম
বিসমিল্লাহির রহমানির রহিম,পড়ে তায়াম্মুম
শুরু করুন।
0 Post a Comment:
Post a Comment