ম্যাজিস্ট্রেট সাহেব ফারাসি বলতে লাগলেন।

💬 : 0 comment

 

ম্যাজিস্ট্রেট সাহেব ফারাসি বলতে লাগলেন।

   জনাব খান বাহাদুর আবু নসর মোহাম্মাদ আলী রিটায়ার্ড ম্যাজিস্ট্রেট কোলকাতা মিউনিসিপাল, তিনি ১৯৪৬ইং এ বায়ান করেন যে, আমি যখন প্রথম দিকে হুজুর কেবলা ১৮নাং বাগমারী, কোল-৫৪ ফকীরী হুজরা মোবারকে রবিবারে কোরআন ক্লাস মজলিস শুরু করেন। আমি হুজুর কেবলার কাছে মোলাকাতের জন্য গেলাম। তিনি বললেন, (বি এ) কোর্সে তোমার প্রিয় বিষয় কি ছিল? যখন আমি বললাম ফারসিবলার সঙ্গে সঙ্গে আমার মুখ দিয়ে ফারসি ভাষায় কথা বার হচ্ছিলো! পরে আমি সব কথা ফারসিতে বলতে লাগলাম।