দরুদে তাজ
দরূদ শব্দের অর্থ- দোওয়া এবং তাজ শব্দের অর্থ- মুকুট, অর্থাৎ এটি সব দরুদের মুকুট দরূদ। আওলাদে রসূল (সঃ) সেখ আবু বকর সালিম (রহঃ) দরূদ তাজ লিখিয়াছেন। তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের দ্বারা বর্ণিত হয়েছে, যে তাঁর পিতা তাকে একদিন তারিম শেখ শিহাব উদ দ্বীন আহমেদ বিন আব্দুল রহমান (রহঃ) এর ইমামের কাছে নিয়ে গিয়ে অভিযোগ করেন। যে, তাঁর ছেলের কোরআন মুখস্থ করতে অসুবিধা হচ্ছে। শেখ তাকে বললেন, তাকে তাঁর নিজের কাছে ছেড়ে দেন। সে নিজেকে, নিজেই নিবেদন করবেন, যদি আল্লাহ্ তাকে রহম করেন। শেখ তখন তাকে কিছু বাক্য শিখিয়ে দেন। পরবর্তীতে আল্লহর মেহেরবানীতে সেখ আবু বকর সালিম (রহঃ) চার মাসে কোরআন মুখস্থ করেন। এটিই দরুদে তাজ নামে পরিচিত।
“বিসমিল্লাহির রহমানির রহীম”
আল্লাহুম্মা সল্লি অ সাল্লিম্ অ বারিক্ আ'লা আ'দিকার্
রসূলীল কারীম রহমাতাল্লিল আ'লামীন, শাফিয়্যিল
মুনিবীন্, সাইয়্যিদিনা অ মাওলানা অ নাবিয়্যিনা
মুহাম্মাদিন্ সহিবিত্ তা-জি অল্ মী’রাজি অল্ বুরাকি অল্ আ'লাম্ । দা-ফিয়িল বালায়ি অল্ অবায়ি অল্ ক্বাহতি অল্ মারাদি অল্ আলাম্। ইস্মুহু, মাকতুবুম, মারফুউম, মাশফুউম, মানকুশূন, ফিল্লাওহি, অল্ ক্বলাম। সাইয়্যিদিল্ আ'রাবি অল্ আজাম। জিসমুহ
মুক্বাদ্দাসুম, মুয়াত্তারূম, মুতাহ্হারুম,
মুনাওয়ারূন, ফিল্ বাতি অল হারাম। শাম্সিদ্দুহা,
বারিদুজা, সদরিলউলা, নূরিলহুদা, কাহফিলওরা, মিস্বাহিসজুলাম, জামীলিশ্
শিয়াম, শাফীয়্যি’ল উমাম, সহিবিল জুদি
অল্ কারাম, অল্লাহু আ’সিমুহূ, অ
জীব্রীলু খাদিমুহূ, অল্ বুরাকু মার্কাবুহু, অল্ মি'রাজু সাফারুহ্, অ
সিদ্রাতুল মুন্তাহা মাক্বমুহূ, অক্কবা ক্বাওসাইনি মাতলুবুহু, অল্ মাল্লুবু মাকসুদুহ্,
অল্ মাকসুদু মাওজুদুহূ, সাইয়্যিদিল
মুরসালিনা খতামান্ নাবিয়্যিনা শাফীয়্যিল মুজনিবিনা আনিসিল্
গ-রীবীনা রহমাতাল্লিল আ'লামিনা রাহাতিল্ আশিকীনা মুরাদিল্
মুস্তাকীনা শামসিল্ আরিফীনা সিরাজিস্ সালিকীনা মিাহিল মুক্বার্-রাবীনা মুহিব্বি
ফুক্কয়ি অল্ গুরাবায়ি অল্ ইয়াতামা অল্ মাসাকীন। সাইয়্যিদিস্ ষাক্কালাইনি;
নাবিয়্যিল্ হারামাঈন । ইমামিল্ ক্বিলাতাইনি অসী-লাতিনা ফিদ্
দারাইন। সহিবি ক্কবা ক্বওসাইনি, মাহ্বুবি রব্বিল্ মাশরিকাইনি অল্ মাগরিবাইন। জাদ্দিল্
হাসানি অল্ হোসাইনি মাওলানা অ মাওলাস্ সাক্কালাইনি আবিল ক্বসিম্ মুহাম্মাদ্ ইব্নি
আদিল্লাহি নুরিম মিন্ নুরিল্লাহি, ইয়া আইয়্যুহাল্
মুস্তাকুনা বিনুরি জামালিহী সল্লু আলাইহি অ আলিহী অ আস্হাবিহী অ সাল্লিমু
তাসলিমান্, কাষিরান, কাষিরান, কাষিরা।
0 Post a Comment:
Post a Comment