Labels

QURAN CLASS

 

কোরআন ক্লাস মজলিশ

         আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ জামানার মোজাদ্দেদ হজরত মাওলানা সূফী মুফতী আজানগাছী (রহঃ) এর প্রতিষ্ঠিতহাক্কানী আঞ্জুমানদরবারের ফকিরী হুজরা মোবারক থেকে প্রতি রবিবার সকাল ১০ ঘটিকা থেকে জোহর এর নামাজ পর্যন্ত কোরআন ক্লাস মজলিশ হয়ে থেকে এখানে সমস্ত সিলসিলাহ কাদেরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, এমদাদিয়া এবং সোহরাওয়ার্দিয়া সমস্ত সিলসিলাহের মুরিদ  এই কোরআন ক্লাসের মজলিসে এসে বসে ফায়েজ ও বরকত এবং কোরআনী তালিম হাসিল করতে পারে রসূল (সা্ঃ) যেমন রাহমাতাল্লিল আলামীন ছিলেন, তাঁর দরবারে যেমন সমস্ত জাতি, বর্ণের মানুষ আস্তে পারতেন ঠিক তেমনি হজরত মাওলানা সূফী মুফতী আজানগাছী (রহ্মাতুল্লাহি আলাইহি) এর দরবারে সমস্ত জাতি ও বর্ণের মানুষ আস্তে পারে জামানার মোজাদ্দেদ তাঁর খানকাহ ‘ফকিরী হুজরা মোবারক’ কে  লিল্লাহে আল্লাহর জন্য ওয়াকাফ করে দিয়েছেন

লাইভ কোরআন ক্লাস দেখার জন্য

https://www.youtube.com/@HAQQANIANJUMAN

লিঙ্ক এ ভিসিট করুন। রবিবার সকাল ১০ টা ইন্ডিয়ান সময়।

এছাড়াও হাক্কানী আঞ্জুমানের সাথে যুক্ত থাকার জন্য

https://www.facebook.com/haqqnianjuman/

ফলো করুন। ফি আমানিল্লাহ

 

0 Post a Comment:

Post a Comment