SHAJARA SHARIF

    হজরত মাওলানা আজানগাছী (রহ্মাতুল্লাহি আলাইহি)পণ্ডিত ও তাকওয়ার সাথে সাথে ধনী ও জমিদার পরিবারের সন্তান ছিলেন। আল্লাহ্ তায়ালা প্রথম থেকেই তাঁর বংশে সায়াদাত ও শারাফাত, তাকওয়া তাহারাত অর্জনকারী বানিয়েছিলেন। তিনি প্রাথমিক শিক্ষা নিজ পরিবার থেকেই শুরু করেছিলেন। পরবর্তীতে তাঁকে কলকাতা আলিয়া মাদ্রসাতে ভর্তি করে দেন। আলিয়া মাদ্রাসা লর্ড ব্যরোন ইষ্ট ইন্ডিজ ১৭৮০ সালে প্রতিষ্ঠিত করেন, সেখানে দ্বীন ও দুনিয়ার শিক্ষার তালীম দেওয়া হত। ওখানে থেকে তিনি ইলমিয়াত, ফজিলত, দাওরায়ে হাদীস, মুমতাজুল মহাদ্দেসীন ও মমতাজুল ফোকাহর পরিক্ষা পাস করে ডিগ্রি হাসিল করেছিলেন। এছাড়া তিনি যুক্তিবাদী বিজ্ঞান, পরিবহন বিজ্ঞানের সাথে সাথে আধুনিক বিজ্ঞান শিক্ষা গ্রহন করেছিলেন। আজকের দিনে ওই আলিয়া মাদ্রাসা নামকরন করে আলিয়া ইউনিভার্সিটিকরা হয়েছে।

    ইলমের এক পর্যায় অর্জন করার পর অন্য পর্যায় ইলমে বাতেনী অর্থাৎ রুহানিয়তের জ্ঞান অর্জনের দিকে এতটা আগ্রহী হয়ে পড়েছিলেন, তাঁকে অনেক মুশকিলের সাথে অনেক দূরের সফর করতে হয়েছিল। তাঁর পিতা তাঁকে ইলমে মারেফতের জ্ঞান অর্জনের জন্য তাঁকে প্রথম সিলসিলাহ কাদেরীয়া তরীকার বুজুর্গ ও ওলীয়ে কামেল হজরত মাওলানা শাহ সূফী মুফতী খুদা বক্স (খন্দকর) কাদেরী বাগদাদী (রহ্মাতুল্লাহি আলাইহি)পশ্চিমবঙ্গের মেদনীপুর জেলার পিয়ার ডাঙ্গার কাছে বায়াত গ্রহন করেন। সম্ভবত ২ বছর কঠিন মেহনত, রিয়াজাত, মুজাহিদা, মুরাকাবার সাথে পূর্ণ আমল করে মুর্শিদের ফায়েজ, খিরকাহ্ ও খিলাফাত হাসিল করেছিলেন। কিন্তু প্রকৃতপক্ষে তাঁর মন ভরেনি যার কারনে তিনি আরও আগে বাড়তে চেয়েছিলেন, ঠিক তখনই পীর ও মুর্শিদের হুকুম হল যে তুমি বাড়ি ফিরে যাও। বর্ণিত মাওলানা ইচ্ছাপ্রশুত আদবের ভাবে জানতে চাইলেন হুজুর!কি বললেন”? জবাবে মুর্শিদ বললেন আমি আমার কাজ করে দিয়েছি সময় হলে এর ফল তুমি পেয়ে যাবে। এখন তুমি বাড়ি ফিরে যাও, তোমার পিতা ও মাতার আদেশ অনুযায়ী কাজ করবে। তাঁর পীর ও মুর্শিদ তাঁকে আজানগাছী গ্রামের মাওলানা বলে সন্মধন করেছিলেন। সেজন্য তিনি বাড়ি ফিরে গিয়ে তাঁর নিজের নাম মিটিয়ে দিয়ে গ্রামের নামে পরিচিত লাভ করেছিলেন। বাড়ি যাওয়ার পরে তিনি সর্বদা অস্তির থাকতেন। কোন কাজে তাঁর মন বসতো না, আর না খাওয়া দাওয়াতে। প্রয়োজন ছাড়া তিনি কারো সাথে কথা বলতেন না। এই অবস্থা দেখে তাঁর পরিবারবর্গ তাঁকে একজন নেককার মেয়ে দেখে বিবাহ দেন। যাতে আগের মত ঠিক হয়ে যায়, কিন্তু কোন লাভ হইনি। কিছু দিন পরে তাঁর স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দেয়। তাঁর ভালোবাসা ও তাঁকে কোন পরিবর্তন করতে পারেনি। দুনিয়াদারী থেকে তাঁর মন সরতে থাকে। কোনও ভাবে তিনি সন্তুষ্ট ছিলেন না। এবাদাত করতে পছন্দ করতেন। সর্বদা তিনি আল্লাহ্‌র ধ্যনে মগ্ন থাকতেন ও বেশির ভাগ সময় মুজাহিদা, মুরাকাবা, মুশাহিদা করে কাটাতেন।

    শেষ পর্যন্ত তাঁর মনের বাসনা পুরন না হওয়ার জন্য দুনিয়ার ভালোবাসার  মোহ ত্যাগ করে ২৫ বছর বয়সে তিনি সূফীর রাস্তায় চলতে শুরু করেন। বিভিন্ন তরীকার শাইখ ও বুজুর্গের খিদমত করতেন ও ইলমে মারেফতের জ্ঞান ও কামেলিয়ত অর্জন করার জন্য তিনি আরও বিভিন্ন জায়গায় তিনি সফর করেছিলেন। পরে তিনি ফরজ হজ্জ আদায়ের উদ্দেশে তিনি রওনা দিয়েছিলেন। হজ্জ করার পরে অনেক দিন পর্যন্ত খানায়ে কাবা ও মদীনা শরীফের কাছে থেকে এবাদাত, রিয়াজাত এবং মুজাহিদা ও মুরাকাবা মশগুল ছিলেন। ওখনেই তিনি হজরত মাওলানা হাজী শাহ সূফী দীন মহাম্মাদ মাক্কী আরজি সাদেকী হাসায়েনী ও হোসায়েনী (রহ্মাতুল্লাহি আলাইহি)(মোয়াল্লেম হেরেম শারীফ) এর কাছে বায়াত গ্রহন করেন। তাঁর কাছে থেকে খিরকাহ্ ও খিলাফাত লাভ করেছিলেন। সেখানে থেকে পীর ও মুর্শিদের হুকুম নিয়ে অন্য জায়গায় সফর করলেন ও সেখানের কামেল ওলীর কাছে থেকে খিদমত ও সহবত অর্জন করলেন। এমন করে তিনি তাঁর ইচ্ছা পূরন করার উদ্দেশে এক মুর্শিদের হুকুম নিয়ে অন্য মুর্শিদের খিদমত করে তাঁর কাছে থেকে তাসাওয়ুফের সাথে ইলমে বাতেনীর জ্ঞান অর্জন করেছেন। এমন করে তিনি সমস্ত কামেল মুর্শিদের কাছে থেকে খিরকাহ্ ও খিলাফত এবং ইজাজাত পেয়েছিলেন। তাঁহার মুর্শিদগণের মধ্যে নিয়ে কয়েকজনের নাম দেওয়া হইল যাহাদের কাছ থেকে তিনি খেলাফত্ পেয়েছিলেন।

১। হজরত শাহ সূফী হাফেজ হাজী এমদাদ উল্লাহ মোহাজেরে মক্কী  আল ফারুকী (রহ্মাতুল্লাহি আলাইহি)(ইমাম এমদাদীয়া তরীক্বা)

২। হজরত শাহ সূফী ফজলুর রহমান গঞ্জে মোরাদাবাদী (রহ্মাতুল্লাহি আলাইহি)(নকশেবন্দীয়া তরীক্বা)

৩। হজরত শেখ শাহ সূফী মাওলানা হাজী দীন মোহাম্মাদ মক্কী আরজি সাদিক আল্ হাসায়েনী হুসাইনী (রহ্মাতুল্লাহি আলাইহি)(মোজাদ্দেদীয়া তরীক্বা)

৪। হজরত শেখ শাহ সূফী মাওলানা সৈয়দ মোহাম্মাদ গাজী (রহ্মাতুল্লাহি আলাইহি)(চিশতীয়া তরীক্বা)

৫। হজরত শেখ শাহ সূফী মাওলানা ওবেদ উল্লাহ (রহ্মাতুল্লাহি আলাইহি)এই দুইজন মুর্শিদ হজরত মাওলানা সূফী সাবাদী আখুঞ্জি/সবাদ অখুন্দ (রহঃ)এর মুরিদ ও খাদেম ছিলেন। এইভাবে তিনজনের মাজার ওখানেই দাফন করা হয় গাঞ্জে শাহিদতে।

৬। হজরত শেখ শাহ সূফী খন্দোকার খোদাবক্শ মিয়া (রহ্মাতুল্লাহি আলাইহি)(কাদেরীয়া তরীক্বা)

হজরত শেখ শাহ সূফী মাওলানা খন্দোকার খুদী মিয়া (রহ্মাতুল্লাহি আলাইহি)(কাদেরীয়া তরীক্বা)

৮। হজরত শেখ শাহ সূফী মাওলানা খোন্দকার মনছুর আহাম্মেদ (রহ্মাতুল্লাহি আলাইহি)(কাদেরীয়া তরীক্বা)

হজরত মাওলানা সূফী মুফতী আজানগাছী (রহ্মাতুল্লাহি আলাইহি)র অনেক শাজারা শরীফ আছে তার মধ্যে মুল দুইটি উল্লেখ করা হল। (আরও শাজারা জানতে পেজ এ ভিজিট করুন)।

শাজারা নাকশবন্দিয়া মোজাদ্দেদিয়া রহমানিয়া

১) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ সারবারে কায়েনাত মখাফফারে মউজুদাত খাতেমান নাবীয়িন হজরত আহমাদে মুজতবা মোহাম্মাদ মোস্তফা রসূল আকরম সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম ।

২) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ হজরত আবু বক্কর সিদ্দিক রাজিআল্লাহু আনহু।

৩) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ হজরত সালমান ফারসি রাজিআল্লাহু আনহু।

৪) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ ইমাম কাশিম রহমাতুল্লাহি আলাইহি।

৫) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ ইমাম জাফর আল সাদিক রহমাতুল্লাহি আলাইহি।

৬) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ হজরত বায়েজিদ আল বোস্তামী রহমাতুল্লাহি আলাইহি।

৭) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ হজরত আবুল হাসান খোরকানী রহমাতুল্লাহি আলাইহি।

৮) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ হজরত আবুল কাসেম গোরগানী রহমাতুল্লাহি আলাইহি।

৯) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ হজরত আবু আলী ফরমদী রহমাতুল্লাহি আলাইহি।

১০) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ হজরত ইউসুফ আল হামদানী রহমাতুল্লাহি আলাইহি।

১১) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ হজরত আব্দুল খালেক গাজদানী রহমাতুল্লাহি আলাইহি।

১২) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ হজরত মোহাম্মাদ আরিফ রিওগরি রহমাতুল্লাহি আলাইহি।

১৩) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ হজরত মাহমুদ ইঞ্জির ফগনাবী রহমাতুল্লাহি আলাইহি।

১৪) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ হজরত আলী রামিতানী রহমাতুল্লাহি আলাইহি।

১৫) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ হজরত মোহাম্মাদ বাবা শামসি রহমাতুল্লাহি আলাইহি।

১৬) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ হজরত সৈয়দ আমির কুলাল রহমাতুল্লাহি আলাইহি।

১৭) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ হজরত বাহাউদ্দিন নক্সবন্দী রহমাতুল্লাহি আলাইহি।

১৮)এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ হজরত আলাউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি।

১৯) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ হজরত ইয়াকুব চারখী রহমাতুল্লাহি আলাইহি।

২০) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ খাজা ওবাইদুল্লাহ আহরার হজরত রহমাতুল্লাহি আলাইহি।

২১) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ হজরত মোহাম্মাদ যাহিদ রহমাতুল্লাহি আলাইহি।

২২) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ হজরত খাজা দারবেশ রহমাতুল্লাহি আলাইহি।

২৩) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ হজরত মোহাম্মাদ ওয়াকিফ আমাকাঙ্গি রহমাতুল্লাহি আলাইহি।

২৪) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ হজরত খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি।

২৫) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ হজরত মোজাদ্দেদ আলফে সানী রহমাতুল্লাহি আলাইহি।

২৬) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ হজরত খাজা মাসুম সিরহিন্দী রহমাতুল্লাহি আলাইহি।

২৭) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ হজরত খাজা মোহাম্মাদ জুবাইর রহমাতুল্লাহি আলাইহি।

২৮) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ হজরত খাজা জিয়াউল্লাহ কাশ্মিরী রহমাতুল্লাহি আলাইহি।

২৯) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ হজরত খাজা আফাক দেহলভী রহমাতুল্লাহি আলাইহি।

৩০) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ হজরত ফাজলে রহমান গাঞ্জে মুরাদাবাদী রহমাতুল্লাহি আলাইহি।

৩১) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ হজরত আজানগাছী ফারুকী রহমাতুল্লাহি আলাইহি।

চিশতিয়া সাবেরিয়া এমদাদিয়া শাজারা শরীফ

১) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ সায়্যিদিল ক্বওনাইন খাতামান নাবিয়্যিন শাফিয়িল মুজনিবীন হজরত আহমাদে মুজতবা মোহাম্মাদ মুস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

২)  এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ আমীরুল মোমিনীন হজরত আলী ইবনে আবি তালিব রাজিয়াল্লাহু আনহু।

৩) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ রাজ ও নয়িাজ হজরত খাজা হাসান বাসরী রহমাতুল্লাহি আলাইহি।

৪)  এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ খাজা আব্দুল ওয়াহিদ বিন যায়েদ রহমাতুল্লাহি আলাইহির উপর।

৫)  এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ খাজা ফুজাইল বিন আয়াজ রহমাতুল্লাহি আলাইহি।

৬)  এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ খাজা ইব্রাহিম বিন আদহাম বালখী রহমাতুল্লাহি আলাইহি।

৭) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ খাজা সাদীদউদ্দিন হুজায়ফা মারআশী রহমাতুল্লাহি আলাইহি।

৮)  এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ রাজ ও নিয়াজ রাজ ও নিয়াজ শায়েখ খাজা আবু আমিনুদ্দিন হুবাইবা বাসরী রহমাতুল্লাহি আলাইহি।

৯)  এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ খাজা মুমশাদ দিনওয়ারী রহমাতুল্লাহি আলাইহি।

১০)  এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ খাজা আবু ইসাহক শামী চিশতী রহমাতুল্লাহি আলাইহি।

১১)  এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ খাজা আবু আহমদ আবদাল চিশতী রহমাতুল্লাহি আলাইহি।

১২) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ খাজা আবু মোহাম্মাদ ইবনে আবু আহমদ চিশতী রহমাতুল্লাহি আলাইহি।

১৩) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ রাজ ও নয়িাজ শায়েখ খাজা নাসিরউদ্দিন আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি।

১৪) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ খাজা কুতুবউদ্দিন মৌদুদ চিশতী রহমাতুল্লাহি আলাইহি।

১৫) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ খাজা হাজী শরীফ জিন্দানী রহমাতুল্লাহি আলাইহি।

১৬) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ খাজা উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি।

১৭)এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ খাজা গরীব নাওয়াজ সুলতানুল হিন্দ  সৈয়দ মইনুদ্দিন চিশতী আজমিরী সাঞ্জারী রহমাতুল্লাহি আলাইহি।

১৮) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাইহি।

১৯) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ মাসউদ বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার রহমাতুল্লাহি আলাইহি।

২০) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ রাজ ও নয়িাজ শায়েখ সাবির পাক আলী আহমদ  আলাউদ্দিন সাবেরী রহমাতুল্লাহি আলাইহি।

২১) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ সামসুদ্দিন তুর্ক পানিপথী রহমাতুল্লাহি আলাইহির উপর।

২২) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ জালালউদ্দিন উসমানী পানিপথী কাবিরুল আওলিয়া রহমাতুল্লাহি আলাইহি।

২৩) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ আহমদ আব্দুল হক্ব আবদাল রুদলভী রহমাতুল্লাহি আলাইহি।

২৪) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ আরিফ আহমদ বিন আব্দুল হক রুদলভী রহমাতুল্লাহি আলাইহি।

২৫) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ মোহাম্মাদ বিন আরিফ আহমদ রুদলভী রহমাতুল্লাহি আলাইহি।

২৬) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ আব্দুল কুদ্দুস গাঙ্গুহী রহমাতুল্লাহি আলাইহি।

২৭) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ জালালউদ্দিন জলীল থানেশ্বরী রহমাতুল্লাহি আলাইহি।

২৮) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ নিজামউদ্দিন বালখী রহমাতুল্লাহি আলাইহি।

২৯) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ আবু সাঈদ আসআদ গাঙ্গুহী রহমাতুল্লাহি আলাইহি।

৩০) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ মহিবুল্লাহ ইলাহাবাদী ফারুকী রহমাতুল্লাহি আলাইহি।

৩১) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ সৈয়দ মহাম্মাদী আকবরাবাদী রহমাতুল্লাহি আলাইহি।

৩২) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ হামিদ মাক্কী জাফরী রহমাতুল্লাহি আলাইহি।

৩৩) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ আইযউদ্দিন আমরুহী রহমাতুল্লাহি আলাইহি।

৩৪) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ আব্দুল হাদী আমরুহী রহমাতুল্লাহি আলাইহি।

৩৫) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ আব্দুল বারী আমরুহী রহমাতুল্লাহি আলাইহি।

৩৬) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ হাজী সৈয়দ আব্দুর রহিম আফগানী বেলায়েতী শহীদ রহমাতুল্লাহি আলাইহি।

৩৭) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ মিয়াজী নুর মোহাম্মাদ জানজবী রহমাতুল্লাহি আলাইহি।

৩৮) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ হাজী ইমদাদুল্লাহ মোহাজের মাক্কী রহমাতুল্লাহি আলাইহি।

৩৯) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ আজানগাছী ফারুকী রহমাতুল্লাহি আলাইহি।

 


0 Post a Comment:

Post a Comment