বিনা নিয়্যত এ অযু করলে অযুর সাওয়াব পাব কি?

প্রশ্ন ১) বিনা নিয়্যত এ অযু করলে অযুর সাওয়াব পাব কি?

উত্তরঃ না, আমলের প্রধান শর্ত হল নিয়্যত, যদি কারো আমলের মধ্যে ভাল নিয়্যত না থাকে, তবে সে কোন সাওয়াব পাবে না। একই অবস্থা অযুর মধ্যেও। অযু করার সময় অযুর সাওয়াব পাওয়া এবং আল্লাহ  তায়ালার হুকুম পালনের নিয়্যতে অযু করাটা জরুরী। অন্যথায় তার অযু হয়ে যাবে কিন্তু সাওয়াব পাবে না। আলা হজরত রহমাতুল্লাহি আলাইহি বলেন, অযুর মধ্যে নিয়্যত না করা অভ্যস্থ হয়ে গেলে তবে সে গুনাহগার হবে। এতে নিয়্যত করাটা সুন্নাতে মুয়াক্কাদা। ফাতওয়ায়ে রযবীয়া ৪র্থ খণ্ড।

0 Post a Comment:

Post a Comment