চিশতিয়া সাবেরিয়া এমদাদিয়া শাজারা শরীফ
১) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ সায়্যিদিল ক্বওনাইন খাতামান
নাবিয়্যিন শাফিয়িল মুজনিবীন হজরত আহমাদে মুজতবা মোহাম্মাদ মুস্তফা সল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম।
২) এলাহি বে-হুরমাতে
রাজ ও নিয়াজ আমীরুল মোমিনীন হজরত আলী ইবনে আবি তালিব রাজিয়াল্লাহু আনহু।
৩) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ রাজ ও নয়িাজ হজরত খাজা হাসান
বাসরী রহমাতুল্লাহি আলাইহি।
৪) এলাহি বে-হুরমাতে
রাজ ও নিয়াজ শায়েখ খাজা আব্দুল ওয়াহিদ বিন যায়েদ রহমাতুল্লাহি আলাইহির উপর।
৫) এলাহি বে-হুরমাতে
রাজ ও নিয়াজ শায়েখ খাজা ফুজাইল বিন আয়াজ রহমাতুল্লাহি আলাইহি।
৬) এলাহি বে-হুরমাতে
রাজ ও নিয়াজ শায়েখ খাজা ইব্রাহিম বিন আদহাম বালখী রহমাতুল্লাহি আলাইহি।
৭) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ খাজা সাদীদউদ্দিন হুজায়ফা
মারআশী রহমাতুল্লাহি আলাইহি।
৮) এলাহি বে-হুরমাতে
রাজ ও নিয়াজ রাজ ও নিয়াজ রাজ ও নিয়াজ শায়েখ খাজা আবু আমিনুদ্দিন হুবাইবা বাসরী রহমাতুল্লাহি
আলাইহি।
৯) এলাহি বে-হুরমাতে
রাজ ও নিয়াজ শায়েখ খাজা মুমশাদ দিনওয়ারী রহমাতুল্লাহি আলাইহি।
১০) এলাহি বে-হুরমাতে
রাজ ও নিয়াজ শায়েখ খাজা আবু ইসাহক শামী চিশতী রহমাতুল্লাহি আলাইহি।
১১) এলাহি বে-হুরমাতে
রাজ ও নিয়াজ শায়েখ খাজা আবু আহমদ আবদাল চিশতী রহমাতুল্লাহি আলাইহি।
১২) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ খাজা আবু মোহাম্মাদ
ইবনে আবু আহমদ চিশতী রহমাতুল্লাহি আলাইহি।
১৩) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ রাজ ও নয়িাজ শায়েখ খাজা নাসিরউদ্দিন
আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি।
১৪) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ খাজা কুতুবউদ্দিন মৌদুদ
চিশতী রহমাতুল্লাহি আলাইহি।
১৫) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ খাজা হাজী শরীফ জিন্দানী
রহমাতুল্লাহি আলাইহি।
১৬) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ খাজা উসমান হারুনী রহমাতুল্লাহি
আলাইহি।
১৭)এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ খাজা গরীব নাওয়াজ সুলতানুল
হিন্দ সৈয়দ মইনুদ্দিন চিশতী আজমিরী সাঞ্জারী
রহমাতুল্লাহি আলাইহি।
১৮) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ কুতুবউদ্দিন বখতিয়ার
কাকী রহমাতুল্লাহি আলাইহি।
১৯) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ মাসউদ বাবা ফরিদউদ্দিন
গঞ্জে সাকার রহমাতুল্লাহি আলাইহি।
২০) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ রাজ ও নয়িাজ শায়েখ সাবির পাক
আলী আহমদ আলাউদ্দিন সাবেরী রহমাতুল্লাহি আলাইহি।
২১) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ সামসুদ্দিন তুর্ক পানিপথী
রহমাতুল্লাহি আলাইহির উপর।
২২) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ জালালউদ্দিন উসমানী
পানিপথী কাবিরুল আওলিয়া রহমাতুল্লাহি আলাইহি।
২৩) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ আহমদ আব্দুল হক্ব আবদাল
রুদলভী রহমাতুল্লাহি আলাইহি।
২৪) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ আরিফ আহমদ বিন আব্দুল
হক রুদলভী রহমাতুল্লাহি আলাইহি।
২৫) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ মোহাম্মাদ বিন আরিফ
আহমদ রুদলভী রহমাতুল্লাহি আলাইহি।
২৬) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ আব্দুল কুদ্দুস গাঙ্গুহী
রহমাতুল্লাহি আলাইহি।
২৭) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ জালালউদ্দিন জলীল থানেশ্বরী
রহমাতুল্লাহি আলাইহি।
২৮) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ নিজামউদ্দিন বালখী রহমাতুল্লাহি
আলাইহি।
২৯) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ আবু সাঈদ আসআদ গাঙ্গুহী
রহমাতুল্লাহি আলাইহি।
৩০) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ মহিবুল্লাহ ইলাহাবাদী
ফারুকী রহমাতুল্লাহি আলাইহি।
৩১) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ সৈয়দ মহাম্মাদী আকবরাবাদী
রহমাতুল্লাহি আলাইহি।
৩২) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ হামিদ মাক্কী জাফরী
রহমাতুল্লাহি আলাইহি।
৩৩) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ আইযউদ্দিন আমরুহী রহমাতুল্লাহি
আলাইহি।
৩৪) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ আব্দুল হাদী আমরুহী
রহমাতুল্লাহি আলাইহি।
৩৫) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ আব্দুল বারী আমরুহী
রহমাতুল্লাহি আলাইহি।
৩৬) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ হাজী সৈয়দ আব্দুর রহিম
আফগানী বেলায়েতী শহীদ রহমাতুল্লাহি আলাইহি।
৩৭) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ মিয়াজী নুর মোহাম্মাদ
জানজবী রহমাতুল্লাহি আলাইহি।
৩৮) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ হাজী ইমদাদুল্লাহ মোহাজের
মাক্কী রহমাতুল্লাহি আলাইহি।
৩৯) এলাহি বে-হুরমাতে রাজ ও নিয়াজ শায়েখ আজানগাছী ফারুকী রহমাতুল্লাহি
আলাইহি।
0 Post a Comment:
Post a Comment