জামানার মোজাদ্দেদ হজরত মাওলানা শাহ্ সূফী মুফতী আজানগাছী
(রহঃ) সিলসিলাহ ও বংশ পরিচয়।
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্বকোষে উল্লেখিত জামানার মোজাদ্দেদ ও যুগের মহাসংস্কারক হজরত মাওলানা শাহ্ সূফী মুফতী আজানগাছী (রহঃ) এর জন্ম ১৮২৮ ইং মুতাবিক ১২৪৩ হিজরি সনে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার অন্তঃগত আজানগাছী গ্রামে তিনি জন্মগ্রহন করেন। তাঁর পিতার নাম হজরত রকিবুদ্দিন ফারুকী (রহঃ)।
তিনি পিতার সুত্রে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক (রাঃ) র ৩৭ তম বংশধর। এবং মাতার সুত্রে হজরত ফাতেমা (রাঃ) র বংশধর ছিলেন।ভারতে আগমন-
আমরা জানি পীরি সিলসিলাহ বা সূফীতত্ব প্রধানত
আরব দেশে থেকে প্রচার ও প্রসার শুরু হয়। পরবর্তীতে তারা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে ইসলাম
প্রচারের ক্ষেত্রে। প্রধান চারটি তরীকার মধ্যে একটি তরীকা হল নাকশবন্দী তরীকা। নকশবন্দী
তরীকার সুচনা তুর্কী থেকে শুরু হয়। ভারতের
ইতিহাস থেকে আমরা জানতে পারি, ভারতে কাদেরী ও চিশতী সিলসিলাহ এর
প্রথম থেকেই প্রচার ছিল কিন্তু যখন ভারতে আফগান ও তুর্কীদের শাসন শুরু হয়। ওই সময় ভারতে
বহু সূফীর আগমন ঘটে আফগানিস্থান এবং তুর্কী থেকে। তারা প্রথমে ভারতের পাঞ্জাবে এসে
বসবাস শুরু করেন। আমরা জানি, মোজাদ্দেদীয়া তরীকার ইমাম হজরত মোজাদ্দেদ
আলফেসানী (রহঃ) ৯৭১ হিজরি মুতাবিক ১৫৬৪ ইং সনে পাঞ্জাবের সিরহিন্দ শরীফে জন্ম গ্রহন
করেন। হজরত মোজাদ্দেদ আলফেসানী (রহঃ) ছিলেন হজরত মাওলানা আজানগাছী (রহঃ) এর বংশধর।
আজানগাছী বিন রকিবুদ্দিন বিন নাঈম উদ্দিন বিন কিয়ামুদ্দিন বিন নাজির উদ্দিন বিন আব্দুস
সামাদ বিন জয়নুল আবেদীন ফারুকী। হজরত জয়নুল আবেদীন ফারুকী ছিলেন মোজাদ্দেদ আলফেসানী
(রহঃ) এর দাদা। আহমেদ সিরহিন্দ বিন আব্দুল আহাদ বিন জয়নুল আবেদীন। এভাবেই হজরত মাওলানা
আজানগাছী (রহঃ) এর পূর্বপুরুষদের ভারত উপমহাদেশে আগমন ঘটে। পরবর্তীতে তাঁর পূর্বপুরুষ
পাঞ্জাব থেকে আজানগাছী নামক গ্রামে বসবাস এবং
ইসলামের প্রচার ও প্রসার শুরু করেন।
নাসাবনামা
আমরা জানি, হজরত রসূল খোদা সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম এবং আমিরুল মোমেনীন
ওমর ফারুক রাজিয়াল্লাহু আনহু দুজনই কোরাইশী ছিলেন।
হজরত মোহাম্মাদ
সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম এর পূর্ববর্তী অষ্টম পুরুষ এবং হজরত ওমর ফারুক রাজিআল্লাহু
আনহুর পূর্ববর্তী নবম পুরুষ ছিলেন কাআব।
কাআব এর পুত্র
১) হজরত মুররাহ ১) হজরত আদী
২) হজরত কিলাব ২) হজরত রাজাহ
৩) হজরত কুসাই ৩) হজরত কারাত
৪) হজরত আবদে মানাফ ৪) হজরত আবদুল্লাহ
৫) হজরত হাসিম ৫) হজরত রিয়া
৬) হজরত আব্দুল মুত্তালিব ৬) হজরত আবদুল উযযা
৭) হজরত আব্দুল্লাহ ৭) হজরত নাওফাল
৮) হজরত মোহাম্মাদ মোস্তফা(সঃ) ৮) হজরত খাত্তাব
৯) হজরত ওমর ফারুক (রাঃ) এর পুত্র
১) হজরত আবদুল্লাহ (রাঃ) এর পুত্র
২) হজরত শায়েখ আসিম (রহঃ) এর পুত্র
৩) হজরত শায়েখ হাফস (রহঃ) এর পুত্র
৪) হজরত শায়েখ উমর (রহঃ) এর পুত্র
৫) হজরত শায়েখ আবদুল্লাহ (রহঃ) এর
পুত্র
৬) হজরত শায়েখ নাসিরউদ্দিন (রহঃ)
এর পুত্র
৭) হজরত শায়েখ ইব্রাহিম (রহঃ) এর
পুত্র
৮) হজরত শায়েখ ইসাহক (রহঃ) এর পুত্র
৯) হজরত শায়েখ আবুল ফাতাহ (রহঃ)
এর পুত্র
১০) হজরত শায়েখ ওয়ায়েজ আকবর (রহঃ)
এর পুত্র
১১) হজরত শায়েখ ওয়ায়েজ আসগর (রহঃ)
এর পুত্র
১২) হজরত শায়েখ মাসাউদ (রহঃ) এর পুত্র
১৩) হজরত শায়েখ সোলাইমান (রহঃ) এর
পুত্র
১৪) হজরত শায়েখ মাহমুদ (রহঃ) এর
পুত্র
১৫) হজরত শায়েখ নাসিরউদ্দিন (রহঃ)
এর পুত্র
১৬) হজরত শায়েখ নুরউদ্দিন (রহঃ)
এর পুত্র
১৭) হজরত শায়েখ সুলতান শিহাবউদ্দিন
(রহঃ) এর পুত্র
১৮) হজরত শায়েখ ইউসুফ (রহঃ) এর পুত্র
১৯) হজরত শায়েখ আহমদ (রহঃ) এর পুত্র
২০) হজরত শায়েখ কাজী শোয়াইব (রহঃ) এর পুত্র
২১) হজরত শায়েখ আবদুল্লাহ (রহঃ) এর পুত্র
২২) হজরত শায়েখ ইসাহক্ব (রহঃ) এর পুত্র
২৩) হজরত শায়েখ ইউসুফ (রহঃ) এর পুত্র
২৪) হজরত শায়েখ সুলাইমান (রহঃ) এর পুত্র
২৫) হজরত শায়েখ নাসিরউদ্দিন (রহঃ) এর পুত্র
২৬) হজরত শায়েখ রফিউদ্দিন (রহঃ) এর পুত্র
২৭) হজরত শায়েখ হাবিবুল্লাহ (রহঃ) এর পুত্র
২৮) হজরত শায়েখ মোহাম্মাদ (রহঃ) এর পুত্র
২৯) হজরত শায়েখ আব্দুল হাই (রহঃ) এর পুত্র
৩০) হজরত শায়েখ জইনুল আবেদীন (রহঃ) এর পুত্র
৩১) হজরত শায়েখ আব্দুস সামাদ (রহঃ) এর পুত্র
৩২) হজরত শায়েখ নাজিরউদ্দিন (রহঃ) এর পুত্র
৩৩) হজরত শায়েখ কিয়ামুদ্দিন (রহঃ) এর পুত্র
৩৪) হজরত শায়েখ নাঈম উদ্দিন (রহঃ) এর পুত্র
৩৫) হজরত শায়েখ রকিবউদ্দিন (রহঃ) এর পুত্র
৩৬) হজরত শায়েখ আজানগাছী (রহঃ) ।
0 Post a Comment:
Post a Comment