ওলী আল্লাহ্র থেকে কোন বিষয়ে উপদেশ গ্রহন করা রসূল পাক (সঃ) এর হুকুমের অনুসরণ করা হয়
عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِاللّٰهِ الثَّقَفِيْ رضى الله عنه قَالَ لَمَّا بَعَثَ رَسُوْلِ اللّٰهِ ﷺ مَعَاذَآِلٰي الْيَمَنِ قَالَ يَامُعَذُ، بِمَ تَقْضِيْ؟قَالَ اَقْضِيْ بِكِتَابِ اللّٰهِ،قَالَ فَاِنْ جَاءَكَ اَمْرٌ لَيْسَ فِيْ كِتَابِ اللٰهِ وَلَمْ يَقْضِ فِيْهِ نَبِيُّهٗ وَلَمْ يَقْضِ فِيْهِ الصَّالِحُوْنَ قَالَ اَئُوْمُّ الْحَقَّ جَهْدِيْ قَالَ: رَسُوْلِ اللّٰهِ ﷺ اَلْحَمْدُلِلّٰهِ اَلَّذِيْ جَعَلَ رَسُولَ رَسُوْلِ اللّٰهِ ﷺ يَقْضِ بِمَا يَرْضَيٰ بِهِ رَسُوْلِ اللّٰهِ ﷺ
(তিরমিজি,আবু দাউদ,আহমদ শারীফ)
উচ্চারণ- আন মুহাম্মাদ বিন আব্দিল্লাহিস সাকাফি রাদিয়াল্লাহু আনহু, কলা লাম্মা বায়াছা রসূলুল্লাহি সল্লাহু আলায়হি ও সল্লাম, মায়াজা ইলাল ইয়ামিনি ক্বলা ইয়া মুয়াজ বিমা তাকদি? ক্বলা আকদি বি কিতাবিল্লাহি ক্বলা, ফায়িন যায়াকা আমরুন লাইসা ফি কিতাবিল্লাহি অলাম ইয়াকদি ফিহি নাবিয়ুহু অলাম ইয়াকদি ফিহিস সলিহুনা ক্বলা আউম্মুল হাক্কা যাহদি ক্বলা ফাক্বলা রসুলুল্লাহি সল্লালাহু আলাইহি ও সল্লাম আলহামদু লিল্লা হিল্লাজি যায়ালা রসূলা রসুলিল্লাহি সল্লাহু আলাইহি ও সল্লাম, ইয়াকদি বিমা ইয়ারদা বিহি রসুলুল্লাহি সল্লাহু আলাইহি ও সল্লাম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয (রাঃ) কে যখন ইয়ামনের শাসনকর্তা নিয়োগ করে প্রেরণের ইচ্ছা করেন, তখন তিনি তাকে জিজ্ঞাসা করেন। তোমার কাছে যখন কোন মোকদ্দমা পেশ করা হবে, তখন তুমি কিরূপে তার ফয়সালা করবে? তিনি বলেন, আমি আল্লাহ্র কিতাব অনুসারে ফয়সালা করবো। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেন, যদি আল্লাহ্র কিতাবে এর কোন সমাধান না পাও? তখন মুআয (রাঃ) বলেন, তবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত অনুযায়ী ফয়সালা করবো। তিনি আবার জিজ্ঞাসা করেন, যদি তুমি রাসূলের সুন্নাতে এবং আল্লাহ্র কিতাবে এর কোন ফয়সালা না পাও? তখন তিনি বলেনঃ এমতাবস্থায় আমি চিন্তা-ভাবনার মাধ্যমে ইজতিহাদ করবো এবং এ ব্যাপারে কোনরূপ শৈথিল্য করবো না। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযের বুকে হাত মেরে বলেন, সমস্ত প্রশংসা আল্লাহ্র, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দূতকে এরূপ তাওফীক দিয়েছেন, যাতে আল্লাহ এবং তাঁর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্ট অনুযায়ী বিচার করতে পারে।
0 Post a Comment:
Post a Comment